এমসিসির নতুন সভাপতি হচ্ছেন কুমার সাঙ্গাকারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কুমার সাঙ্গাকারা ক্রিকেট ক্যারিয়ারে কামিয়েছেন বেশ সুনাম। শ্রীলঙ্কার ক্রিকেটের সোনালী দিনের ক্রিকেটের জয় সাক্ষী সাঙ্গাকারা। শ্রীলঙ্কার জার্সি খেলেছেন ১৩৪ টেস্ট,৪০৪ ওয়ানডে ও ৫৬ টি টি-২০ ম্যাচ। ১৫ বছরের ক্যারিয়ারে টেস্ট, টি-২০ ও ওয়ানডে মিলে করেন ২৮ হাজারের মত রান।

চার বছর আগে ২০১৫ সালে ক্রিকেটকে বিদায় জানান এই শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার। ক্রিকেট ক্যারিয়ারের পর এবার বসতে যাচ্ছেন নতুন দায়িত্বে। এবার তাকে দেখা যাবে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের সভাপতি পদে। মঙ্গলবার কুমার সাঙ্গাকারাকে নির্বাচিত করা হয় এমসিসির নতুন সভাপতি পদে। ২৩২ বছরের রেকর্ড ভেঙ্গে এই প্রথমবারের মত এমসিসির সভাপতি হচ্ছেন কোন নন বৃটিশ।

আগামী বার্ষিক সভায় তাকে পদ হস্তান্তর করবে সাবেক সভাপতি অ্যান্থনি ওরেফোর্ড। তার পর থেকে ১২ মাসের জন্য তিনি বহাল থাকবেন এমসিসির সভাপতি পদে। এর আগে অবশ্য ২০১১ সালে খেলোয়াড়ি জীবনে পেয়েছিলেন এমসিসির আজীবন সদস্যপদ। এছাড়াও সাকিব আল হাসান,সৌরভ গাঙ্গুলী, মাইক গ্যাটিং ও শেন ওয়ার্নদের সাথে এমসিসির নির্বাচিত কমিটিতে নির্বাচিত হয়েছিলেন গত বছর।

এমসিসির সভাপতির দায়িত্ব পেয়ে খুশি কুমার সাঙ্গাকারা জানিয়েছেন তার খুশির কথা। তিনি বলেন, ” এমসিসির সভাপতি একটি সম্মানের আসন, এমন আসন পেয়ে আমি খুবই আনন্দিত। আমি আগামী এক বছর এমসিসির কাজ গুলো করার জন্য আমি চেষ্টা করবো। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কাজ করার জন্য “।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »