নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দিন কয়েক পরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফট। এবার বিদেশী ক্রিকেটারদের পাশাপাশি দেশি ক্রিকেটারদেরও বেশ গুরুত্ব সহকারেই দেখবেন স্পন্সররা। কেননা একটি দলে ১৩ জন দেশি ক্রিকেটারের বিপরীতে বিদেশি ক্রিকেটার থাকছেন ৯ জন। তার উপর প্রতি দলে একজন করে লেগ স্পিনার বাধ্যতামূলক করা হয়েছে।
অলক কাপালি বর্তমানে দেশের ক্রিকেটের সবচেয়ে সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটারদের একজন৷ যদিওবা জাতীয় দলের বাইরে অনেকদিন কিন্তু ঘরোয়া ক্রিকেট কিংবা বিপিএলে অলক কাপালি সবসময়ই একটি ভরসার নাম। বিপিএলে কাপালি জ্বলে উঠেছেন কখনো ব্যাট হাতে আবার কখনো বল হাতে। দলের প্রয়োজনে তার কার্যকরী ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও লেগ স্পিনে গড়েছেন বেশ কিছু কীর্তি।
বিপিএলের গত আসরে অলক খেলেছেন সিলেটের হয়ে। শুরুর দিকে ডেভিড ওয়ার্নার থাকলেও পরে বেশ কিছু ম্যাচে সিলেট সিক্সার্সের নেতৃত্ব দিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এর আগের আসরগুলোতে অলক কাপালি খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্সের হয়ে। কুমিল্লার প্রথম বিপিএল শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন অলক। দলের প্রয়োজনে ঝড়ো এক ইনিংস খেলে কুমিল্লাকে শিরোপা এনে দিয়েছিলেন।
এবার জাতির জনকের শতবছর উপলক্ষে বিপিএলের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷ বোর্ড সভাপতি কিছুদিন আগেই এবারের বিপিএলে সংযুক্ত হওয়া বেশ কিছু নতুন নিয়মের ব্যাপারে অবগত করেছেন। যেহেতু প্রতি দলে একজন করে লেগ স্পিনার বাধ্যতামূলক সেক্ষেত্রে স্পন্সরদের পাখির চোখ থাকবে অলক কাপালির উপরে। বাংলাদেশে যে কয়জন লেগ স্পিনার আছেন পরিসংখ্যান কিংবা রেকর্ড যা’ই বলি না কেন অলক আছেন সবার উপরে। প্রথম বাংলাদেশি হিসেবে পাকিস্তানের বিপক্ষে হ্যাট্রিক আছে তার। বিপিএলের পরিসংখ্যান বিবেচনায় অলক ব্যাটের মত বল হাতেও বেশ উজ্জ্বল। কাজেই আগামী ১৭ তারিখের প্লেয়ার ড্রাফটে অলক হতে যাচ্ছেন প্রাণভোমরা এটা বলাই যায়৷