এবারও রাজশাহী কিংসের কোচ ক্লুজনার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। এই আসরকে সামনে রেখে ইতমধ্যে দল গুছাতে শুরু করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। ৬ষ্ঠ আসরেরমত এবারও রাজশাহী কিংসের হয়ে কোচিংয়ের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার।

এবারের আসরেও দলটির দায়িত্ব নিতে ক্লুজনারের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী কিংস কর্তৃপক্ষ।

তারা ল্যান্স ক্লুজনারের একটি ছবি আপলোড করে লিখেছে ‘রাজশাহী কিংস আনন্দের সঙ্গে জানাচ্ছে যে ল্যান্স দ্যা জুলু ক্লুজনার আসন্ন বিপিএল আসরেও আমাদের কোচ হিসেবে থাকছেন।’

যদিও দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তির তত্ত্বাবধানে গত আসরটি মোটেও ভালো যায়নি কিংসদের। নিজেদের ১২ ম্যাচে ৬টি জয় নিয়ে পাঁচ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল তারা। তবে এবার নিশ্চয় চাইবে নতুন করে কিছু করে দেখাতে চাইবে পদ্মা পাড়ের দলটি!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »