এবারও বাংলাদেশ-ভারত ম্যাচে কেন আলিম দার?

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপ+বিতর্ক= আলিম দার! সমীকরণটা একটু পরচিতই মনে হচ্ছে তো? হবারই কথা! শুরুটা ২০১৫ বিশ্বকাপে। ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে নো বল বিতর্ক কিংবা ক্যাচ বিতর্ক যেন ছাপিয়ে গিয়েছিল সব কিছুকেই। তৎকালীন এই ঘটনা নিয়ে বিতর্ক যেন কলঙ্কিত করেছিল পুরো বিশ্বকাপের আসরকেই।

চার ক্যালেন্ডার ঘুরে এবারের বিশ্বকাপ আসর বসেছে ইংল্যান্ডের মাটিতে। এবারও বেশ কিছু ভুল আম্পয়ারিংয়ের ঘটনা দেখা গিয়েছে বিশ্ব মঞ্চে। যেখানে শুরুটা হয়েছিল ক্রিস গেইলের ভুল আউট দিয়ে। বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন পাকিস্তানের আম্পায়ার আলিম দার। যেখানে লিটন দাসের আউট নিয়ে বিতর্কের রেশ জমা হয়। ফলে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ওঠে সমালোচনার তুমুল ঝড়।

সেই ঝড়ের পালে হাওয়া দিতে আবারও বাংলাদেশ-ভারত ম্যাচে থার্ড আম্পায়ারের দায়িত্বে থাকছেন আলিম দার। ফলে দর্শক মনে আবারও বিতর্কের শঙ্কা উঁকি দিচ্ছে। তবে আইসিসি আগে থেকেই ঠিক করা হয়েছিল। যেখানে আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার দায়িত্ব পালন করবেন ২ জুলাই বাংলাদেশ-ভারত ম্যাচে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »