https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দলের সদস্যরা ইতোমধ্যেই অবস্থান করছেন শ্রীলঙ্কাতে। প্রথমে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেও সেখানে একজন বাড়িয়ে সদস্য সংখ্যা হল ১৫। আর ১৫তম খেলোয়াড় হলেন পেসার শফিউল ইসলাম।
ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দাক পেয়েছিলেন এই পেসার। তবে একাদশে শেষ পর্যন্ত নামা হয়নি তার। বিশ্বকাপের স্কোয়াডে ব্রাত্য থাকলেও হুট করেই মঙ্গলবার লঙ্কায় ডাক পড়ে তার।
ডানহাতি এই পেসার আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০১৬ সালে। তবে তিন বছর পর ডাক পেয়ে নিজেঁকে প্রমাণ করে আবারও জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে পারেন তিনি।
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য বাংলাদফেশ দলের অধিনায়ক ও পেস বোলার মাশরাফি বিন মুর্তজা ইনজুরিতে থাকায় দলে সুযোগ পেয়েছেন ফরহাদ রেজা। অন্যদিকে অলরাউন্ডার সাইফউদ্দিনও ইনজুরিতে থাকারত ফলে স্কোয়াডে যুক্ত হয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ।