এবার তামিমের সাথে লাইভে আসছেন ডু প্লেসিস

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের কারণে থমকে গেছে জীবনের সব সুখ আনন্দ। এ প্রাণঘাতী ভাইরাস কেড়ে নিয়েছে সকলের মুখের হাসি। এমন অবস্থায় খেলাধুলা থেকে শুরু করে সকল প্রকার বিনোদনও রয়েছে বন্ধ। এ খারাপ মুহূর্তে অল্প সময়ের জন্য হলেও খানিক স্বস্তির পরশ দিচ্ছেন ওয়ানডে অধিনায়ক ইকবাল ইকবাল। লাইভ সেশনে এবার তাকে দেখা যাচ্ছে সঞ্চালকের ভূমিকায়।

প্রথমে মুশফিক, তারপর রিয়াদ, এরপর মাশরাফিকে নিয়ে আসেন লাইভে। সর্বশেষ তামিম লাইভে এনেছিলেন দেশের ক্রিকেটের তিন নক্ষত্র সুজন, দুর্জয় এবং বাশারকে। দারুণ ভাবে জমিয়েও তুলছেন সব আড্ডা। এবার তারই ধারাবাহিকতায় ১৩ তারিখ তামিমের সাথে অতিথি হিসেবে লাইভে থাকছেন আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস। বুধবার রাত সাড়ে ১০টায় শুরু হবে তামিমের ফেসবুক লাইভ।

বাংলাদেশ সময়: ৮:৫০ পিএম

নিউজক্রিকেট/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »