এবার ডোপ পরীক্ষায় বসছে কোহলি-রোহিতরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছেন ভারতের তরুণ ক্রিকেটার পৃথ্বী শাও। রিপোর্টে বলা হয়, তরুণ এই ভারতীয় ক্রিকেটার কাশির ঔষধ সেবনের মাধ্যমে গ্রহণ করেছেন নিষিদ্ধ রাসায়নিক যা পারফরম্যান্স প্রদর্শনের ক্ষেত্রে শক্তি বর্ধনের কাজ করে থাকে। আর এতে করেই বেশ নড়েচড়ে বসেছে বিসিসিআই। দেশটির ক্রিকেটীয় নিয়ন্ত্রণ সংস্থা বলেছে এখন থেকে সব ক্রিকেটারকেই ডোপ পরীক্ষা করাতে হবে। ভারতের জনপ্রিয় ডোপ বিরোধী একটি এজেন্সি (নাডা) অনেকদিন ধরে বিসিসিআইকে ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করানোর অনুরোধ করে আসছিলো। এতদিন কোন সাড়া না দিয়ে উল্টো আপত্তি জানালেও পৃথ্বীর এমন কান্ডের পরে এগিয়ে এসেছে বিসিসিআই। আর এতেই জনপ্রিয় এই সংস্থার প্রস্তাবে রাজি হয়েছে তারা। জানা যায়, এখন থেকে এই সংস্থার (নাডা) আওতায় থাকবে বিসিসিআই। বিসিসিআইয়ের অন্তর্ভুক্ত সকল ক্রিকেটারের ডোপ পরীক্ষা করবে তারা এবং সেই অনুযায়ী প্রতিবেদনও দিবে। ভারতের ক্রীড়া মন্ত্রী এ ব্যাপারটা নিশ্চিত করেছেন। এ বিষয়ে কথা বলেছেন ভারতীয় ক্রীড়া সচিব রাধেশ্যাম ঝুলানাইয়াও। তিনি বলেন, সমস্ত ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করবে নাডা। এর মধ্যে রয়েছে ডোপ টেস্টের কিট, প্যাথোলজিস্টদের দক্ষতা ও নমুনা সংগ্রহ। আমরা তাদেরকে যেসব সুযোগ-সুবিধা প্রয়োজন তার পুরোটাই দেব। তবে এর জন্য অবশ্যই কিছু চার্জ দিতে হবে।’

———দুর্জয় দাশ গুপ্ত

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »