https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকারের বাবা আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে। আজ ঈদের দিনই সৌম্যর বাবা কিশোরী মোহন সরকারের ডেঙ্গু হবার ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে সাতক্ষীরা থেকে।
সারা দেশে মহামারি আকারে দেখা দিয়েছে ডেঙ্গু। এডিস মশাবাহিত এই রোগটি হঠাত করেই বেড়ে গিয়েছে পুরো দেশেই। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজার হাজার মানুষ। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষই মারাও যাচ্ছে।
ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি রয়েছে রাজধানী ঢাকাতে। সৌম্য সরকারের বাবাও বেশ কয়েকদিন ঢাকায় অবস্থান করার পর ৭ আগস্ট যান সাতক্ষীরায়। সেখানে গিয়েই প্রচণ্ড জ্বরে ভুগতে থাকলে ডাক্তারের শরণাপন্ন হলে পরীক্ষানিরীক্ষা করার পর জানান সৌম্যর বাবার দেহে পাওয়া গেছে ডেঙ্গু জ্বরের ভাইরাস।
এদিকে চিকিৎসক নিশ্চিন্ত থাকার জন্য জানালেও কোনো প্রকার ঝুঁকি নিতে চাচ্ছে না সৌম্য সরকারের পরিবার। তাই দ্রুত ঢাকায় নিয়ে আসা হচ্ছে তার বাবাকে।