নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে ভালো করার ব্যাপারে আশাবাদী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর শ্রীলঙ্কার লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজের সাফল্য ওয়ানডেতেও ধরে রাখা।
টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতা ভুলে বাংলাদেশের সামনে এবার ওয়ানডের চ্যালেঞ্জ। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা।সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের বাংলাদেশ দলের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। তাই ওয়ানডেতে ঘুড়ে দাড়াতে চাইবে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচের আগের দিন অনুশীলনেও ঘাম ঝড়িয়েছে পুরো দল।
সাকিব আল হাসান না থাকায় দলের সেরা কম্বিনেশন খুঁজে পেতে বেশ একটু সমস্যা হবে বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্কোয়াডে রয়েছেন চার ওপেনার। তবে একাদশ আর ব্যাটিং লাইন আপে খু্ব একটা পরিবর্তন আসবে না
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত জানিয়েছেন চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে বোলারদেরওে চ্যালেঞ্জ নিতে হবে। শান্ত বলেন, ‘আমাদের সমর্থকরা সবসময় মাঠে আসেন, খেলা দেখেন, দলকে সমর্থন করেন। মাঝেমধ্যে আবেগে যেসব কথাবার্তা বলেন এগুলো আমাদের কারণেই বলেন কারণ তারা আশা করেন আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারি। তাই আমরাও আমাদের দিক থেকে শতভাগ চেষ্টা করি তাদের কীভাবে ভালো ফিডব্যাক দিতে পারি।’
অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে রয়েছে শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজেও এই ধারাবাহিকতা ধরে রেখে ভালো করতে বেশ আত্মবিশ্বসী লঙ্কানরা। হেড ক্রিস সিলভারউড বলেন, ‘এই দ্বৈরথ অবশ্যই খুব ভালো। আমাদের ভালো প্রতিদ্বন্দ্বিতা প্রয়োজন এবং টি-টোয়েন্টিতে আমরা দুটি ভালো দলের লড়াই–ই দেখেছি। এই সিরিজেও (ওয়ানডে) আমি ঠিক সেটাই চাইব। আমরা চাই কিছু ভালো ক্রিকেট খেলা হোক এবং আমার মনে হয় দুই দলই তা চায়।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ওয়ানডে ম্যাচটি।
নিউজক্রিকেট২৪/আরএ