https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
এবারের বিশ্বকাপ হবে রান বন্যার সেটার আভাস পাওয়া গিয়েছিল ইংল্যান্ড পাকিস্তানের সিরিজ চলাকালেই। আয়োজক দেশ ইংল্যান্ড তো প্রতিটি ভেন্যুর স্কোরবোর্ডই পরিবর্তন করে সেখানে বসিয়ে দিয়েছে ৫০০ রানের কার্ড!
অন্যদিকে ইংলিশ কন্ডিশনে সচরাচর বাড়তি সুবিধা পেয়ে থাকেন পেসাররা। সেই সম্ভাবনা আরও উজ্জ্বল হয় যখন টুকটাক বৃষ্টি হয় ম্যাচের আগে। ম্যাচ শুরুর আগে মেঘের আড়াল থেকে সূর্য উঁকি দিলেও ম্লানই থাকছেন বোলাররা। বৃষ্টির প্রভাব কিংবা নিজেদের সেরাটা দিয়েও সুবিধা করতে পারছেন না বাঘা বাঘা গতি তারকারা। ফলে উইকেট নিয়ে চলছে জোর সমালোচনা। সেই সমালোচনায় এবার যোগ দিলেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ।
ডানহাতি এই পেসার উইকেট সম্পর্কে বলেন, ‘ইংল্যান্ডের সবগুলো উইকেটই ফ্ল্যাট। মনে হচ্ছে ইংল্যান্ডই একজন বোলারের জন্য সবচেয়ে বিব্রতকর জায়গা। কোনো সুবিধা পাওয়া যাচ্ছে না এখানে। আকাশে মেঘ দেখে আপনি যদি ভাবেন বল সুইং করবে কিন্তু বাস্তবে তা হচ্ছে না। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার নিখুঁত বোলিংয়ের উপর।’
‘আমরা নিখুঁত বল করার চেষ্টা করি। এখানের উইকেটের কথা মাথায় রেখেই আমাদের বল করতে হয়। ভালো বল করলে পরিবেশের সহায়তা কাজে দিতে পারে।’