নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাটিতে বসছে বিশ্বকাপের আসর। তাইতো একটু বাড়তি চাওয়া কিংবা একটু অতিরিক্ত প্রাপ্তির আকাঙ্ক্ষা ইংলিশদের। সাম্প্রতিক সময়ে ফর্মও কথা বলছে ইংল্যান্ডের পক্ষেই। ওয়ানডে ফরম্যাটে শীর্ষে অবস্থানকারী দলটি বিশ্বকাপের আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে প্রস্তুটিটা সেরেছে বেশ কড়া করেই।
তবে বিশ্বকাপের জন্য নেটে অনুশীলন করার সময় আঙুলে চোট পেয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। পরীক্ষা করার পরই জানা যাবে মরগানের আঙুলের চোট কতটা গুরুতর। মরগানের নেতৃত্বেই ইংল্যান্ড দল আইসিসি র্যাংকিংয়ে ওঠেছে সবার শীর্ষে। তাই বিশ্বকাপেও তার অধীনেই দলের সব ক্রিকেটাররা ছিলেন ফুরফুরে মেজাজে।
শেষ পর্যন্ত যদি চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান মরগান তাহলে সেটা ইংল্যান্ড দলের জন্য বড় এক ধাক্কা হিসেবেই থাকবে পুরো আসরে।