নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আজ জাতীয় লীগ ‘এনসিএল’ এর চতুর্থ রাউন্ডের খেলা শুরু হয়েছে। প্রথম দিনেই বরিশালকে অল্প রানেই অলআউট করলো সিলেট। বল হাতে অগ্নিঝড়া বল করেছেন ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকা এবাদত হোসেন। ভারত সফরের আগে জাতীয় লীগে নিজেকে বেশ ভালো ভাবেই ঝালিয়ে নিচ্ছেন তিনি। সিলিটের হয়ে আজ ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন বরিশালের ব্যাটিং লাইনআপকে। কক্সবাজারে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বরিশালের অধিনায়ক ফজলে মাহমুদ।
উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন শাহরিয়ার নাফিস ও মোহাম্মদ আশরাফুল। প্রথম ওভারেই দলীয় ১ রানে এবাদতের বলে এলবিডব্লু আউট ফিরে যান শাহরিয়ার নাফিস (০)। তার পর কেউ আর ঘুড়ে দাড়াতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন নুরুজ্জামান। ফলে ৫৭.১ ওভারে ১৬২ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় বরিশাল। সিলেটের হয়ে এবাদত হোসন ১৬ ওভারে ৪ মেডেনসহ ৩৬ রান দিয়ে ৫ উইকেট নেন।
এখন ব্যাট করছে সিলেট, ৫ ওভারে বিনা উইকেটে সংগ্রহ ১৫ রান। উদ্বোধনী জুটিতে এখন ব্যাট করছেন ইমতিয়াজ হোসেন (৯)* ও শানজ আহমেদ (৬)*।
দু দলের একাদশে যারা রয়েছেনঃ-
বরিশাল ডিভিশনঃ- শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, ফজলে মাহমুদ (অধিনায়ক), রাফসান আল মাহমুদ, নুরুজ্জামান, সোহাগ গাজী, শালমান হোসেন, শামসুল ইসলাম, মনির হোসেন, তানভীর ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।
সিলেট ডিভিশনঃ- ইমতিয়াজ হোসেন, শানজ আহমেদ, তৌফিক খান, জাকির হাসান, অলক কাপালি (অধিনায়ক), জাকার আলী, শাহানুর রহমান, নাসুম আহমেদ, এনামুল হক জুনিয়র, আবু জায়েদ ও এবাদত হোসেন।