নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ৮’ই ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের পর ১১’ই ডিসেম্বর সিলেট থান্ডার বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বঙ্গবন্ধু বিপিএল-২০১৯-২০।
এর আগে গত ১৭’ই নভেম্বর রাজধানীর এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু বিপিএল ২০১৯-২০ এর প্লেয়ার ড্রাফট। বিপিএল এর নিয়ম অনুযায়ী ড্রাফটের পরে নিজস্ব চুক্তির মাধ্যমে ২জন বিদেশী প্লেয়ার দলে নিতে পারবে। তাই সিলেট থান্ডার এবার দলে ভেড়ালেন ক্যারিবিয়ান পেসার শেলডন কটরেলকে।
এর আগেও তারা দলে নিয়েছিলেন বাংলাদেশ দলের নতুন স্পিডস্টার এবাদত হোসাইন। কটরেল এবং এবাদত হোসাইস দুজনের ভিতর এক অদ্ভুত মিল রয়েছে। দুজনেই নিজস্ব দেশের সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন৷ এবাদত হোসাইন বাংলাদেশ বিমানবাহিনীতে ছিলেন এবং শেলডন কটরেল ছিলেন ক্যারিবিয়ান সেনাবাহিনীর সদস্য ছিলেন। এ কারনেই দুজনেই উইকেট শিকার করলেই স্যালুট দিয়ে উদযাপন করেন।
উল্লেখ্য, কটরেল ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি২০ ক্রিকেটে ১৯টি ম্যাচ খেলে ২৭টি উইকেট নিয়েছেন। ইকোনমি ৮.১৯ এবং এভারেজ ১৯.৪১।