https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ইংল্যান্ডের মাটিতে এবারের বিশ্বকাপে বোলিংটা কেমন জানি যুতসই হচ্ছে না টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। দুই ম্যাচে মোট ১১ ওভার বল করে রান বিলিয়েছেন ৮১টি। যেখানে উইকেটের খাতাও ছিল শূন্য।
ইনজুরির সাথে লড়াই করে এখন আর ক্ষিপ্র গতিতে বল ছুঁড়তে পারেন না মাশরাফি। ইংলিশ কন্ডিশনে গতিময় বোলাররাই পরিচালনা করছেন ২২ গজের রাজ্য। তাই তুলনামূলক কম গতির বল থাকছে ব্যাটসম্যানদের নখদর্পেই।
মাশরাফির এমন পারফরম্যান্সে অবশ্য এখনও সমালোচনার সৃষ্টি হয়নি। কেননা তার অধিনেই যে টাইগাররা পেয়েছে তাদের সেরা সাফল্যগুলো। ভক্তদের মত বিসিবি প্রধানেরও আশা দ্রুতই স্বরূপে ফিরবেন মাশরাফি।
ইংল্যান্ড থেকে ফিরে সাংবাদিকদের সাথে আলাপকালে নাজমুল হাসান পাপন জানান, ‘এতদিন ত মাশরাফিকে নিয়েই ম্যাচগুলো জিতেছি। মাশরাফি ব্যতিত তো আর জিতিনি। আমাদের এত সফলতা তো তাকে নিয়েই। ওই কন্ডিশনে তার বল এততা কার্যকরী না, এটা হতেই পারে। আমাদের কন্ডিশনের সাথে তাদের কন্ডিশন সম্পূর্ণ আলাদা এটা কারন হতে পারে। ওখানে পেস বাউন্স লাগে যা মাশরাফির নেই, ন্যাচারালিই নেই তার এটা। কিন্তু তার অধিনায়কত্ব খুব গুরুত্বপূর্ণ। আপনি তার অধিনায়কত্ব রিপ্লেস দেখেন, কেউ করতে পারবে না। তাই বিশ্বকাপে আমাদের নেতৃত্ব দেয়ার জন্য মাশরাফিই সঠিক ব্যক্তি।’