‘এখানে পেস বোলারদের নিলে লাভ হতো না’: তাইজুল

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার কোনো স্বীকৃত পেসার ব্যতীত মাঠে নেমেছে বাংলাদেশ দল। দিনের শুরুতে কিছুটা সুবিধা নিতে পারলেও পরবর্তী সেশনগুলোতে খুব বেশি ফলপ্রসূ পারফরম্যান্স দেখাতে পারেননি বাংলাদেশের বোলাররা।

প্রথম দিন শেষে আফগানিস্তান দল ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করেছে ২৭১ রান। তবে প্রথম দিনে জোড়া উইকেট নেয়া তাইজুল মনে করছেন এখনও এগিয়ে আছে বাংলাদেশই। তাইজুলের ভাষ্য, ‘এখনও প্রত্যাশার বাইরে চলে যায়নি ম্যাচ। উইকেট এখন তাদের মুখস্ত হয়ে গেছে। আমরা এখনও সঠিক জায়গাতেই আছি। উইকেটের আচরণ হিসেবে আমি বলবো না আমাদের পারফরম্যান্স খারাপ ছিল। যেমন আশা করেছিলাম মনে হয় উইকেট তেমনই আছে।’

দলের আক্রমণভাগ স্পিন বোলারদের দিয়ে সাজানোর পরিকল্পনা সঠিক বলেও দাবি করেন তাইজুল। ‘এখানে পেস বোলারদের নিলে লাভ হত না। পেসারদের ২-৩ ওভারও বল করানো যেত না। স্পিনারদের খেলনোই ভালো ছিল।’

‘আজ উইকেটের যে আচরণ দেখেছি আর তাদের যে স্পিনার আছে আমার মনে হয় না আমাদের জন্য ম্যাচটা খুব বেশি কঠিন হবে। টি-২০ ম্যাচ হলে তাদেরকে এগিয়ে রাখতাম আমি। তাদের বোলারদের ধৈর্য্য কেমন সেটাও দেখার বিষয়। তাদের স্পিনাররা আগেও টেস্ট খেললে আহামরি কিছু করেছে বলে মনে হয় না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »