সাজিদা জেসমিন »
জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ চলমান সিরিজের ইতি ঘটতে যাচ্ছে আজ ১১ই মার্চ সিরিজের শেষ টি-২০ এ-র মাধ্যমে। ইতিমধ্যেই একের পর এক জয়ে ট্রফির অনেকটা দ্বারপ্রান্তে বাংলাদেশ। আজকে তারা মাঠে নামবে জয় তুলে নিয়ে ষোলকলা পূর্ণ করার লক্ষ্যে। অপরদিকে, জিম্বাবুয়ে মাঠে নামবে প্রথম শান্তনামূলক জয় তুলে নিয়ে শিবিরে স্বস্তি ফেরানোর আশায়।
সন্ধ্যা ৬টায় মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে দু’দল। নতুন করে করোনা আতঙ্কে রয়েছে বাংলাদেশ। গত ম্যাচেও কিছুটা আশঙ্কা ছিলো, এই ম্যাচেও কিছুটা আতঙ্ক বিরাজমান থাকবে। ম্যাচের আগ থেকেই কমিয়ে দেওয়া হয়েছে টিকিট কেনার সংখ্যা ও। একজনকে দেওয়া হবে একটি করে টিকিট।
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে সর্বশেষ টি-২০ জিতেছে ২০১৬ সালে। জয়ের পাল্লা ভারী বাংলাদেশ দলের। এ পর্যন্ত খেলা ১২টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ৮টি জিতেছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে জিতেছে মাত্র ৪টিতে। সেক্ষেত্রে বাংলাদেশ সারিতে এগিয়ে থাকবে অবশ্যই।
টেস্ট ও ওয়ানডেতে তুমুল ধোলাইয়ের পর এবার টি-২০তেও একই পথে হাঁটতে যাচ্ছে বাংলাদেশ। টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও সৌম্য-লিটনের দুর্দান্ত পারফর্মেন্সে জয় পেয়েছে বাংলাদেশ। বাড়তি নজর এবারো থাকবে তাদের দুজনের উপর। সিরিজের প্রথম ম্যাচে অগ্নিঝড়া বাউন্ডারির পর এই ম্যাচেও ফলাফল বাংলাদেশের দিকে যাবে বলেই মনে হচ্ছে।
এই ম্যাচে একাদশে আসতে পারে বেশকিছু পরিবর্তন। তামিম ইকবালকে স্কোয়াডে নাও দেখা যেতে পারে। একাদশে আসতে পারেন নাঈম শেখ। বোলিং ডিপার্টমেন্টে শফিউলের পরিবর্তে আল আমিনকে দেখা যেতে পারে।
এক নজরে দুদলের সম্ভাব্য একাদশঃ
বাংলাদেশঃ
লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়েঃ
তিনাশে কামুনহুকামওয়ে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ওয়েলসে মাধেভেরে, রিচমন্ড মুতুম্বামি, টিনটেন্ডা মুতুম্বোজি, ডোনাল্ড টিরিপানো, ক্রিস এমপফু,কার্ল মুম্বা।