একাদশে থাকতে পারেন একজন বাড়তি স্পিনার

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আর মাত্র কয়েক ঘণ্টা পরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যানিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।

টাইগারদের একাদশ নিয়ে যে মধুর সমস্যায় পড়বেন নির্বাচকরা সেটা ধারণা করা হয়েছিল আগেই। ইংল্যান্ডের কন্ডিশনে কতজন পেসারের সাথে স্পিন কম্বিনেশন কেমন সেটা রয়ে গেছে ধোঁয়াশার মধ্যেই। অন্যদিকে দলের কোচ আগেই ইঙ্গিত দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ হাত ঘুরাতে পারেন বিশ্বকাপে। তবে অলরাউন্ডার থেকে ধীরে ধীরে কেবল ব্যাটসম্যান হয়ে ওঠা রিয়াদ বল করতে গিয়ে পড়েছেন কিছুটা সমস্যায়।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান রিয়াদ বল না করতে পারলে একাদশে থাকবেন একজন বাড়তি স্পিনার।

মাশরাফি বলেন, ‘প্র্যাকটিসের সময় রিয়াদ একদিন বল করেছিল। তবে এরপর আর সপ্তাহ খানেক আর বল করতে পারছে না। বল করতে গেলে হাতে ব্যথা অনুভব করছে সে। তার কোনো ক্ষতি হোক আমরা সেটা চাই না। আমার মনে হয় এখন সে বল করার জন্য প্রস্তুত আছে। সে যদি মনে করে দলের খারাপ সময় যাচ্ছে বল করা প্রয়োজন তাহলে…… অন্যথায় তার বোলিং করার সম্ভাবনা খুব কম।’

এদিকে একাদশে একজন বাড়তি পেসার খেলানোর কথা জানিয়ে মাশরাফির ভাষ্য, ‘একজন বাড়তি স্পিনারের কথা তো আমরা ভাবছি। এই মুহূর্তে সেটা পরিষ্কার করে বলা কঠিন। সাত নাম্বার পজিশনের জন্যেও আমরা একজন এডিশনাল স্পিনারের কথা ভাবছি। তবে এখনও সেটা নিশ্চিত নয়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »