একসাথে জুটি করে কাজ করছেন নাইম-সাইফ!

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের কারণে এখন সব খেলা বন্ধ। বাংলাদেশেও একি অবস্থা। আন্তর্জাতিক খেলার সাথে ঘরোয়া লীগও অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কবে ক্রিকেট মাঠে ফিরবে কেউ জানেনা। এমন অবস্থা ফিটনেস ধরে রাখতে কাজ করে যাচ্ছেন অনেক ক্রিকেটার। বাদ জাননি তরুণ মোহাম্মদ নাইম আর সাইফ হাসান৷ তারা একটু আলাদা ভাবে কাজ করছে। তারা জুটি বেধেই কাজ করছেন। সাহায্য করছেন একে অপরকে।

সাইফ হাসান বলেন, “আমরা ঘরে থেকেই নিজেদের ফিটনেস নিয়ে কাজ করছি। আমি আর নাইম মিলে একসাথে আলোচনা করে কাজ করছি৷ ঘরে ট্রেডমিলে দৌড়াচ্ছি। নিজেকে নিজে চ্যালেঞ্জ করছি, প্রতিযোগিতাও করছি নিজের সাথে৷”

“নাইম আমাকে সাহায্য করছে। সে আমাকে এটা ওটা করতে বলছে, আমিও তাকে বলছি। নিজেদের মধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি।” —সাথে যোগ করেন সাইফ।

উল্লেখ্য, এর আগে বিসিবি অনলাইনে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখতে কিছু দিকনির্দেশনা দিয়েছিল। খেলোয়াড়রা ঘরে বসেই তা করতে পারবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »