একমাত্র নারী ক্রিকেটার হিসেবে অনন্য রেকর্ড মেগান শাটের

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

ক্রিকেট বিশ্বে নতুন রেকর্ড হবে আর পুরনো রেকর্ড ভাঙবে এটাই স্বাভাবিক রীতি। সেটা হোক পুরুষদের ক্রিকেট অথবা নারীদের। একমাত্র নারী ক্রিকেটার হিসেবে বিশ্বে আরও একটি রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়া নারী দলের সদস্য মেগান শাট।

নারীদের আন্ত্ররজাতিক ক্রিকেটে একাধিকবার উইকেটের হ্যাটট্রিকের মালিক কেবল মেগান শাট। ভারত নারী দলের বিপক্ষে টি-২০ ম্যাচে এর আগে বল হাতে হ্যাটট্রিক করেছিলেন মেগান। টানা তিন বলে স্মৃতি, মিতালি, দীপ্তিদের ফিরিয়ে দিয়ে সেই অনন্য মাইলফলক স্পর্শ করেছিলেন মেগান।

বুধবার (১১ সেপ্টেম্বর) উইন্ডিজ নারী দলের বিপক্ষে ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া নারী দল। আর একদিনের ফরম্যাটেও হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন তিনি। চিনেলে হ্যানরি, রামার‍্যাক এবং আফি ফ্লেচারকে টানা তিন বলে সাজঘরে ফেরত পাঠান মেগান শাট।

নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে দুই ফরম্যাটে বল হাতে হ্যাটট্রিক করা একমাত্র ক্রিকেটার হলেন মেগান শাট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »