নিউজ ডেস্ক »
করোনা ভাইরাস থেকে মুক্তি পেলেন পাকিস্তানি অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড কতৃক কোভিড-১৯ টেস্টে পজিটিভ আসে মোহাম্মদ হাফিজ। এরপর ব্যাক্তিগত ভাবে নিজের পরিবারের সাথে দ্বিতীয়বারের মত করোনা ভাইরাস পরীক্ষা করেন মোহাম্মদ হাফিজ। আজ মোহাম্মদ হাফিজসহ পরিবারের সকলেরই কোভিড-১৯ নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন খোদ মোহাম্মদ হাফিজ।
আজ সকালে এক টুইটে নিজেকে শারীরিক ভাবে সুস্থ দাবী করেন মোহাম্মদ হাফিজ। এসময় তিনি জিম, রানিং এবং কিছুটা অনুশীলনও করেন বলে জানান। তবে পরিবারের কোভিড রিপোর্ট নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। ব্যক্তিগত সন্দেহ থেকেই পরিবারের সাথে দ্বিতীয়বারের মত পরীক্ষা করেন তিনি। অতঃপর আজ দুপুরে মোহাম্মদ হাফিজসহ সকলেরই কোভিড-১৯ নেগেটিভ আসে বলে জানান হাফিজ।
নিজের ভেরিফাইড টুইটার একাউন্টে কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টের ছবি আপলোড করে ক্যাপশনে লেখেন, ‘গতকাল পিসিবি কতৃক পরীক্ষার রিপোর্টে পজিটিভ কোভিড-১৯ আসার পরে দ্বিতীয় মতামত হিসাবে এবং ব্যাক্তিগত সন্তুষ্টির জন্য আমি ব্যক্তিগতভাবে আমার পরিবার সহ আবার কোভিড-১৯ পরীক্ষা করতে গিয়েছিলাম এবং এখানে আমি আমার পরিবারের সকল সদস্যদের সাথে নেগেটিভ রিপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন।’
হাফিজ ব্যতিত এখন পাকিস্তান দলের ৯ জন ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত। তারা হলেন ফখর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, ওয়াহাব রিয়াজ শাদাব খান, হারিস রউফ ও হায়দার আলী করোনা ভাইরাসে আক্রান্ত।
এছাড়াও এর আগে সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সকলেই শারীরিক ভাবে সুস্থ এবং হোম আইসোলেশনে আছেন।
নিউজক্রিকেট/কেএমএএইচ