ক্রীড়া প্রতিবেদক »
শ্রীলঙ্কার মাটিতে চলছে ওয়ানডে সুপার লিগের তিন ম্যাচের সিরিজ। প্রতিপক্ষ আফগানিস্তান৷ প্রথম ম্যাচ হেরে সরাসরি বিশ্বকাপ খেলা কঠিন করে ফেলেছে শ্রীলঙ্কা। অপরদিকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জিতে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে আফগানরা।
এতে অবশ্য লঙ্কান ক্রিকেটারদের ব্যক্তি জীবনে প্রভাব পড়েনি একদমই। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের মধ্যবর্তী সময়ের দুই দিনের বিরতিকে কাজে লাগিয়ে বিয়ের পিড়িতে বসেছেন একই দিনে তিন ক্রিকেটার। এরা হলেন ব্যাটসম্যান পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা এবং বোলার কাসুন রাজিথা।
প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর। ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের নয় নম্বরে অবস্থান করছে এখন শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়াতে সরাসরি বিশ্বকাপ খেলা অনেকটাই কঠিন করে ফেলেছে তারা।