নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০২০ সালের অর্ধেকের বেশি সময়টাই কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। যে কারণে এই বছরকে খুব দ্রতুই সবাই ভুলে যেতে চাইবেন। অন্য সবার মত ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও হয়তো খুব দ্রুত এই বছরটিকে ভুলে যেতে চাইবেন।
কোহলির ২০০৮ সালে যখন অভিষেক হয় তারপর থেকে প্রতি বছরই সেঞ্চুরি করেছেন তিনি। কিন্তু চলতি বছর এই প্রথম সেঞ্চুরি শূন্য একটি বছর কাটালেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
চলতি বছরে কোহলি খেলেছেন মাত্র ২২ টি আন্তর্জাতিক ম্যাচ। যা ২০০৯ সালের পর এই প্রথম এত কম সংখ্যক ম্যাচ খেললেন ভারতের অধিনায়ক। চলমান অস্ট্রেলিয়া সিরিজের বাকি তিন টেস্ট আর খেলবেন না কোহলি খেললে হয়ত সেঞ্চুরি খরাটা কাটিয়ে উঠতে পারতেন তিনি। কারণ প্রথম সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে বোর্ড থেকে এ ছুটি নিয়েছেন তিনি।
এ বছর কোন সেঞ্চুরি না করতে পারলেও ৭ টি হাফ সেঞ্চুরি করেছেন কোহলি। যার মধ্যে অস্ট্রেলিয়া সিরিজেই ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। তবে এই সিরিজে তিনবার সেঞ্চুরির কাছে গিয়েও ব্যর্থ দেখা পাননি ম্যাজিক ফিগারের।
এর আগে ২০১৯ সালে ব্যাট হাতে ৭ টি সেঞ্চুরির পাশাপাশি ১৪ টি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। ২০১৮ সালে কোহলির সেঞ্চুরির সংখ্যা ছিল আরো বেশি। সে বছর ১১ টি সেঞ্চুরির সঙ্গে ৯ টি হাফ সেঞ্চুরি করেছিলেন। ২০১৭ সালেও তাঁর ব্যাট থেকে এসেছিল ১১ টি সেঞ্চুরি ও সমান সংখ্যক হাফ সেঞ্চুরি।