নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কলপাক চুক্তি বিভিন্ন দেশের জন্য অভিশাপের মত। নিজের দেশের ক্রিকেট ছেড়ে ইংল্যান্ডের কাউন্টিতে খেলার চুক্তিই মূলত কলপাক চুক্তি৷ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক ক্রিকেটার নিজের দেশ ছেড়ে পাড়ি জমিয়েছে ইংল্যান্ডের কাউন্টিতে। সেখানে দক্ষিন আফ্রিকার নামটা যেন বেশ বড় হরফেই লেখা। গত দু বছর আগে দক্ষিন আফ্রিকা ছেড়ে পাড়ি জমান ইংল্যান্ডের কাউন্টিতে চুক্তিবদ্ধ হন হ্যাম্পাশায়ারের হয়ে। বছর দুই হলো খেলে যাচ্ছেন হ্যাম্পাশায়ারের জার্সিতে তবে দুই বছর পর এসে রেকর্ডের পাতায় নাম লেখালেন ডান হাতি এই পেসার। তিনি এমন এক রেকর্ডে নাম লেখালেন যা কি না গত ৬৩ বছরেও কেউ করতে পারেনি।
ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়ানশীপ ডিভিশন -১ এর খেলায় সমারসেটের বিপক্ষে এক ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট যা কি না গত ৬৩ বছরের ১ ম শ্রেণীর টেস্ট ক্রিকেটে বিশ্ব রেকর্ড। তবে এর আগে ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ উইকেট নেয়ার কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের স্পিনার জিম লেকার আর কি না হয়ে আছে বিশ্ব রেকর্ড। ১৯৫৬ সালে জিম লেকারের করা রেকর্ড ভাঙতে পারেনি কেউ ই তবে সমারসেটের বিপক্ষে ১৭ উইকেট নিয়ে আশা জাগালেও শেষ পর্যন্ত ভাঙতে পারেনি লেকারের সেই বিশ্ব রেকর্ড।
সাউদাম্পটনের রোজ বোলে সমারসেটের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে নেন ১৭ উইকেট। প্রথম ইনিংসে ৪০ রানে উইকেট নিয়ে সমারসেটকে একাই গুঁড়িয়ে দেন অ্যাবট। প্রথম ইনিংসে টম ব্র্যান্টনের উইকেট ব্যতীত নিয়েছেন বাকি সবকয়টি উইকেট। কাইল অ্যাবটের এমন আগুনঝড়া বোলিংয়ে সমারসেট অলআউট হয় মাত্র ১৪২ রানে। শেষ ইনিংসে ২৮১ রানের টার্গেটে সমারসেট ব্যাট করতে নামলে সেই কাইল অ্যাবটই যেন সমারসেটের জন্য আবার কাল হয়ে দাঁড়ালেন প্রথম ইনিংসের মত ২য় ইনিংসেও চললো তাঁর বোলিং কারিশমা। ২য় ১৭.৪ ওভার বল করে ৪৬ রান দিয়ে ৩ মেইডেনসহ নেন ৮ উইকেট। আর প্রথম ইনিংসে ১৮.৪ ওভার বল করে ৪০ রান দিয়ে ৯ মেইডেনসহ নেন ৯ উইকেট। দুই ইনিংস মিলিয়ে মোট ৩৬.২ ওভার বল করে ৮৬ রান দিয়ে ১২ মেইডেনসহ নেন ১৭ উইকেট।