এ আবার কেমন ভুল?

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

গুগল ডুয়োর মাধ্যমে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি একটি ভিডিও বার্তায় টিম ইন্ডিয়ার জন্য সবার কাছে শুভ কামনা চাইছেন। সাথে রয়েছেন কোহলি পত্নী আনুশকা শর্মা।

প্রাথমিকভাবে টিভি স্ক্রিনে দেখে মনে হবে গুগল ডুয়ো তাদের বিজ্ঞাপন প্রচার করছে। আদতে কোহলির সেই ভিডিও বার্তাটি কোনো বিজ্ঞাপন নয়। এই ভিডিও বার্তাটি কেবল বিশ্বকাপে ভারতের সমর্থকদের জন্যই বানানো হয়েছে।

আর গলদটা গুগলের পক্ষ থেকে করা হয়েছে এখানেই। কোহলির সেই ভিডিও বার্তা ভুল করে ভারতের কোনো দর্শকের কাছে পৌঁছে না দিয়ে সেটা প্রচার করা হচ্ছে বিশ্বের অন্যান্য দেশে! গুগলের মত এমন বড় প্রতিষ্ঠানের গুরুতর এই ভুলের জন্য পুরো ভারত জুড়েই তীব্র সমালোচনার মুখে পড়েছে।

গুগলের পক্ষ থেকে জানানো হয়, ‘এই ভিডিওটি কোনো বিজ্ঞাপন ছিল না। শুধুমাত্র ভারতের কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য এই ভিডিও তৈরি করা হয়েছে। যাতে ডুয়োর প্রচারের জন্য তারা পরবর্তিতে অংশগ্রহন করে।’

উল্লেখ্য, চলতি বছরের মার্চ থেকেই গুগলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন বিরাট কোহলি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »