https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্সের হিসেব কষতে হতে দেখা যাক প্রথম ম্যাচের দিকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাটিংয়ে দুর্দান্ত ছিল বাংলাদেশ। ফলে বোলিংয়ের যে ঘাটতি ছিল সেটা চোখে পড়েনি। উল্টো চিত্র ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে। স্বল্প রান নিয়ে কিউইদের বিপক্ষে লড়াই করে শেষ পর্যন্ত বাংলাদেশ দেখেছে হারের মুখ।
ব্যাটিং নিয়ে কিছুটা স্বস্তি দিয়েছেন সাকিব-মুশফিকরা। বাকিদের অবস্থা খুব বেশি সুবিধাজনক না হলেও ব্যাটিংয়ের চেয়ে বেশি উদবেগ দেখা দিয়েছে বোলিং নিয়ে। মুস্তাফিজ শেষের দুই ম্যাচে পাঁচ উইকেট করে নিলেও পুরো টুর্নামেন্টেই ছিলেন খরুচে। বাকি বোলারদেরও ছিল দৈন্যদশা।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে মাশরাফি জানালেন বাংলাদেশ দলের উদ্বেগের বিষয় বোলিং এবং ফিল্ডিং। ‘আমাদের উদ্বেগের বিষয় হয়ে থাকছেই বোলিং এবং ফিল্ডিং। আমি থেকে শুরু করে অনেকের বোলিঙ্গোই আপ টু দ্য মার্ক ছিল না। বিশেষ করে প্রথম ১০-২০ ওভারে। এই সময় উইকেট নিতে হয়। ফিল্ডিংয়ের মাশুল গুনতে হয়েছে কিছু ম্যাচে। রান আটকাতে গেলে ভালো ফিল্ডিং একজন বোলারকে বেশ উৎসাহ দেয়। একটা পার্টনারশীপ হলেই পিছিয়ে যেতাম আমরা।’
‘কিছু ক্যাচ মিস করেছি আমরা। এসব ম্যাচে হবেই। এসব জায়গা নিয়ে কাজ করা হবে ভবিষ্যতে। আমরা অনেক ভালো করবো এসব জায়গাতে।’