নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপে নিজেদের ২য় ম্যাচে উগান্ডার বিপক্ষে ১৩৪ রানের বড় জয় পেয়েছে স্বাগতিক উইন্ডিজ। ১১ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন আকিল হোসেন।
প্রথমে ব্যাট করতে নেমে চার্লসের ৪২ বলে ৪৪, পুরানের ১৭ বলে ২২, পাওয়েলের ১৮ বলে ২৩, রাদারফের্ডের ১৬ বলে ২২ ও আন্দ্রে রাসেলের ১৭ বলে ৬ ছয়ে অপরাজিত ৩০ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে উইন্ডিজ। উগান্ডার হয়ে ২ উইকেট শিকার করেন মাসাবা। রমজানি, নাকরানি ও কাইয়েতা ১টি করে উইকেট শিকার করেন।
১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আকিল হোসেনের বোলিং তোপে পড়ে ১২ ওভারে মাত্র ৩৯ রানে অলআউট হয় উগান্ডা। দলের হয়ে ৯ নাম্বারে ব্যাট করতে নেমে একমাত্র ব্যাটার হিসেবে দুই সংখ্যার ১৩ রান করেন জুমা মিয়াজী। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন আকিল হোসেন। জোসেফ ৩ ওভারে ৬ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন। রাসেল, মুতি ও শেফার্ড ১টি করে উইকেট শিকার করেন।
১৩৪ রানের জয় চলতি বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। ক্যারিয়ার সেরা ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন আকিল হোসেন। এটি উইন্ডিজের টানা ২য় জয় ও ৩ ম্যাচে উগান্ডার ২য় পরাজয়।