নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি২০ বিশ্বকাপ ২০২৪ এর ৫ম ম্যাচে আজ সকালে উগান্ডাকে ১২৫ রানের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে আফগানিস্তান।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় উগান্ডা। দুই আফগান ওপেনার গুরবাজ ও ইব্রাহিম ১৫.৩ ওভারে ১৫৪ রানের জুটি গড়েন। গুরবাজ ৪৫ বলে ৪টি করে চার ও ছয়ে ৭৬ এবং ইব্রাহিম ৪৬ বলে ১ ছয় ও ৯ চারে ৭০ রানের ইনিংস খেলেন। দুজনে ফেরার পর শেষের দিকে আর কেউ ঝড় তুলতে না পারায় ৫ উইকেট হারিয়ে ১৮৩ রানে থামে আফগানিস্তানের ইনিংস। মোহাম্মদ নবী ১৬ বলে মাত্র ১৪ রান করেন। উগান্ডার হয়ে ২ উইকেট শিকার করেন কসমাস।
১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফজল হক ফারুকীর বোলিং তোপে পড়ে ১৬ ওভারে মাত্র ৫৮ রানে থামে উগান্ডার ইনিংস। সর্বোচ্চ ১৪ রান করেন রবিনসন। ১১ রান করেন রিয়াজাত আলী শাহ। ফারুকী মাত্র ৯ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন। নাভিন উল হক ২ ও রশিদ খান ২ এবং মুজিব ১ উইকেট শিকার করেন।
গুরবাজ ৭৬ ও যাদরান ৭০ রান করলেও ৪ ওভারে মাত্র ৯ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন ফজল হক ফারুকী।