নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আবুধাবিতে সিরিজের ২য় টেস্টের ৩য় দিনশেষে ৮ রানে এগিয়ে আছে জিম্বাবুয়ে। রাশিদ খানের ৪র্থ টেস্ট ফাইফরের দিনে সিরিজের ২য় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছে উইলিয়ামস। দিনশেষে ৭ উইকেটে ২৬৬ রান করেছে জিম্বাবুয়ে।
প্রথম ইনিংসে ফলোয়ানে পড়ার পর পুনরায় ব্যাট করতে নেমে রাশিদ খানে বিধ্বংসী বোলিংয়ে ১৪২ রানেই ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপরই জিম্বাবুয়ের ত্রানকর্তা হিসেবে আবির্ভূত হলেন উইলিয়ামস ও তিরিপানো! ৮ম উইকেটে দুই জনের হার না মানা ১২৪ রানের জুটিতে দিনশেষে ইনিংস হার এড়িয়েছে জিম্বাবুয়ে।
রাশিদ খানের ঘূর্ণিতে যখন দিশেহারা জিম্বাবুয়ে। তখন একপ্রান্ত আগলে রেখে সিরিজে ২য় শতক তুলে নেন জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস। অপরদিকে, টেস্ট ক্রিকেটে ৪র্থ বারের মতো ফাইফর শিকার করেন রাশিদ খান।
৮ম উইকেটে ডোনাল্ড তিরিপানোর যোগ্য সমর্থনে ইনিংস ব্যবধানে হার এড়িয়ে এখন বড় লিডের স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে। যদিও হাতে মাত্র শেষ তিন উইকেট! এই উইকেটই মূল ভরসা জিম্বাবুয়ের। অপরদিকে, রাশিদ-হামজারা চাইবেন দ্রুত এই উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে স্বল্প রানেই বেধে ফেলতে।
উইলিয়ামস ১০৬ ও তিরিপানো অপরাজিত আছেন ৬৩ রানে। ৮ রানে এগিয়ে থেকে ৪র্থ দিনে ব্যাট করতে নামবে উইলিয়ামস-তিরিপানোরা। প্রথম টেস্ট জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে।