উইলিয়ামসনের চোখে কোহলি-স্মিথই সেরা

নিউজ ডেস্ক »

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে শীর্ষে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এতদিন প্রতিযোগিতা চলতো বিরাট কোহলি ও স্টিভ স্মিথের মধ্যে। তবে শীর্ষে থেকেও উইলিয়ামসনের চোখে কোহলি ও স্মিথই সেরা ব্যাটসম্যান। 

 

নিজের নাম শীর্ষস্থানে দেখে উইলিয়ামসন নিজেই যেন বিশ্বাস করতে পারছেন না। কারণ তার দৃষ্টিতে সেরা যারা, তারা এখন তার পেছনে।

 

উইলিয়ামসন বলেন,’‘হ্যাঁ, তারা দুইজনই (কোহলি ও স্মিথ) সেরা। এটা তাই আমার কাছে রীতিমত বিস্ময় জাগানিয়া। তারা দুইজন বছরের পর বছর ধরে সব ফরম্যাটের ক্রিকেটকে এগিয়ে নিচ্ছে। বরং তাদের বিরুদ্ধে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।’’

 

র‍্যাংকিং নিয়ে কখনো মাথা ঘামান না, তা তো তার বিনয়েই স্পষ্ট। তাহলে কিউই অধিনায়কের এই সাফল্যের রহস্য কী? উইলিয়ামসন বলেন, ‘‘ব্যাপারটা হল- নিজের দলের জন্য যত বেশি সম্ভব চেষ্টা করে যাওয়া। নিজের প্রচেষ্টা যদি এই তালিকায় প্রতিফলিত হয় তবে ভালোই লাগে। যদিও মনোযোগ থাকে একটাই, যতটা সম্ভব দলের উপকারে আসা।’’

 

টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা উইলিয়ামসনের রেটিং পয়েন্ট এখন ৮৯০। দ্বিতীয় স্থানে আছেন কোহলি, তার রেটিং পয়েন্ট ৮৭৯। স্মিথ অবশ্য কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন! অজি তারকার রেটিং পয়েন্ট ৮৭৭, কোহলির চেয়ে ব্যবধান মাত্র ২ পয়েন্টের। উইলিয়ামসন সর্বশেষ র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে ছিলেন ২০১৫ সালে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »