নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের সাথে টেস্ট সিরিজ শেষে ভারতের মিশন ঘরের মাটিতে উইন্ডিজ সিরিজ। তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত ও উইন্ডিজ। এ সফরকে সামনে রেখে ১৫ সদস্যের টি-টোয়েন্টি ও ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই।
টি-টোয়েন্টিতে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের সাথে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ছিলেন ব্রিশামে। তবে টেস্ট দলে ছিলেন তিনি। প্রোটিয়া বধের পর তাকে টি-টোয়েন্টিতে ব্রিশামে রাখে ভারত। তবে এবার ক্যারিবিয়ানদের সাথে অধিনায়ক হিসেবে দেখা যাবে কোহলি’কে। তাছাড়াও ভুবনেশ্বর কুমার দলে ফিরেছে।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডঃ ভিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, মানীশ পান্ডে, রিশাব পান্ট, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, যজুবেন্দ্র চাহাল, দীপক চাহার, মোহাম্মদ শামি ও ভুবেনেশ্বর কুমার।
ভারতের ওয়ানডে দলঃ ভিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, মানীশ পান্ডে, রিশাব পান্ট (উইকেট রক্ষক), শিভাম দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মোহাম্মদ শামি ও ভুবেনেশ্বর কুমার।
উল্লেখ্য, আগামী ৬ ডিসেম্বর মুম্বাইয়ে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে পূনার্ঙ্গ সিরিজটি। ৮ ডিসেম্বর হবে দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ১১ ডিসেম্বর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে হায়দ্রাবাদে। টি-টোয়েন্টি সিরিজের শেষে ১৫ ডিসেম্বর চেন্নাইয়ে প্রথম ওয়ানডে খেলবে ভারত। দ্বিতীয় (১৮ ডিসেম্বর) ও তৃতীয় (২২ ডিসেম্বর) ওয়ানডে হবে যথাক্রমে বিশাখাপত্তনম ও কটকে।