https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
বিশ্বকাপে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচের কথা ভাবলে সবার আগে যে চিত্র ভেসে ওঠে ক্রিকেটভক্তদের সামনে সেটা হল মুশফিকুর রহিমের সহজ রানআউট মিস। কেন উইলিয়ামসনের ওই রান আউট মিস করাকেই ম্যাচ হারের কারন হিসেবে উল্লেখ করেছেন অনেকে।
অন্যদিকে চলমান ত্রিদেশীয় সিরিজেও দৃষ্টিকটু ভুল দেখা গিয়েছে অভিজ্ঞ উইকেটরক্ষক মুশফিকুর রহিমের কাছ থেকে। দলে বিকল্প উইকেটরক্ষক হিসেবে লিটন কুমার দাসও গ্লাভস হাতে কম যান না। তবে হেড কোচ রাসেল ডোমিঙ্গো আস্থা রাখছেন মুশফিকের উপরই।
আফগানদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হবার আগে সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেন, ‘কিপিংয়ে এই মুহূর্তে কোনো পরিবর্তন আসছে না। মাঠের মধ্যে লিটন ফিল্ডিংয়ে যে অবদান রাখচঝে এতে আমরা খুশি। সে অসাধারণ ফিল্ডার। মুশফিকের চাইতেও সে ভালো ফিল্ডিং করে বলে আমি মনে করি।’
‘দলে ভালো ফিল্ডারদের রাখা গুরুত্বপূর্ণ আমার কাছে। লিটন, আফিফ, শান্তরা প্রতিপক্ষের ৫-৬ রান আটকে দিতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ফরম্যাটে। ফিল্ডার হিসেবে লিটন অসাধারণ। মুশফিক কিছু সহজ সুযোগ হাতছাড়া করেছে কিন্তু সে অভিজ্ঞদের মধ্যে একজন। উইকেটের পেছন থেকে ফিল্ডিং সম্পর্কে ভালো ধারণা দিতে পারে অধিনায়ককে।’– বলেন হেড কোচ