মারুফ ইসলাম ইফতি »
চলতি বঙ্গবন্ধু বিপিএলে উইকেট শিকারের লড়াইটা খুব ভালভাবে চলছে দুই বাহাতি দেশী পেসার মোস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান রানার মধ্যে। উইকেট শিকারে শীর্ষে থাকা চট্রগ্রামের বাহাতি পেসার রানাকে টপকে এবার শীর্ষে উঠে এসেছেন কাটার মাস্টার মোস্তাফিজ। গতকাল ঢাকা প্লাটুনের বিপক্ষে নিজের ১১তম ম্যাচে ৪ ওভারে ৩৪ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়ে শীর্ষে উঠে আসেন রংপুর রেঞ্জার্সের এই বাহাতি পেসার।এর ফলে শীর্ষে থাকা চট্রগ্রামের পেসার মেহেদি হাসান রানার সাথে মোস্তাফিজের উইকেট ব্যবধান এখন দুটি।উইকেট শিকারে দ্বিতীয় অবস্থানে থাকা মেহেদি হাসান রানার উইকেট সংখ্যা এই মুহুর্তে ১৭ টি, আর ১৯ উইকেট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান মোস্তাফিজের।
যদিও শীর্ষে থেকে আসর শেষ করার সম্ভাবনা কম থাকছে মোস্তাফিজের জন্য।ইতিমধ্যে বিপিএলের এবারের আসর থেকে তার দল রংপুর রেঞ্জার্সের বিদায় ঘন্টা বেজে গেছে। ১১ ম্যাচে ৪ জয় ও ৭ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে অবস্থান করছে তারা।ইতিমধ্যে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া রংপুরের হাতে আছে নিয়ম রক্ষার একটি ম্যাচ মাত্র, সেই সুবাদে চলতি আসরে আর একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ থাকছে মোস্তাফিজের জন্য। অপর দিকে মেহেদি হাসান রানার জন্য ভাল সুযোগ থাকছে নিজের শীর্ষস্থান পূনরায় দখল করার। রানার দল চট্রগ্রাম চ্যালেঞ্জার্স এরই মধ্যে বিপিএলের প্লে-অপ নিশ্চিত করে ফেলেছে।এছাড়া গ্রুপ পর্বের আরো একটি ম্যাচ পাচ্ছে রানা।দল যদি ফাইনালের মঞ্চ পর্যন্ত পৌঁছায় সেইক্ষেত্রে নুন্যতম আরো তিনটি ম্যাচ খেলার সুযোগ থাকছে মেহেদি হাসান রানার।
একনজরে দেখে আসা যাক এখন পর্যন্ত বঙ্গবন্ধু বিপিএলের শীর্ষ ৫ উইকেটশিকারি:
১: মোস্তাফিজুর রহমান (রংপুর রেঞ্জার্স): ১৯
২:মেহেদি হাসান রানা (চট্রগ্রাম চ্যালেঞ্জার্স):১৭
৩:রুবেল হোসেন (চট্রগ্রাম চ্যালেঞ্জার্স):১৬
৪:রবি ফ্রাইলিংক (খুলনা টাইগার্স):১৫
৫:মুজিবুর রহমান (কুমিল্লা ওয়ারিয়র্স):১৪