https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
চলতি বছর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে গিয়ে শুক্রবার জুমার নামাজ আদায় করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল টাইগার ক্রিকেটাররা। তাছাড়া শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে যে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছিল সেখানেও আক্রনাত হয়েছিলেন লঙ্কান ক্রিকেটার। ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুতে তাই বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ আইসিসি।
নিরাপত্তার কথা চিন্তা করেই ইংল্যান্ডে অবস্থানরত টাইগার ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা কোথায় ঈদের নামাজ আদায় করবেন সেটা জানায়নি আইসিসি। তবে জনবহুল্পূর্ণ এলাকা থেকে কিছুটা দূরে গিয়ে টাইগার ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।
শুধু তাই নয় প্রতিটি দলের যে অফিশিয়াল বাস রয়েছে আইসিসির পক্ষ থেকে সেটিও ব্যবহার করতে পারেনি টাইগার ক্রিকেটাররা। তাই যেতে হছে মাইক্রোবাস কিংবা প্রাইভেটকার দিয়ে।
দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন সোমবারই জানিয়েছিলেন কোথায় বা কিভাবে নামাজ আদায় করা হবে সেটা আইসিসির নিরাপত্তা পরিষদ গোপন রেখেছে।
ঈদের নামাজ আদায় শেষে টাইগার ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি আপলোড করেছেন।