নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরের ১৪ নভেম্বর থেকে শুরু হবে ২০১৯ ইমার্জিং এশিয়া কাপ যা অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে ৮ দলের যোগদানে গড়ে উঠা এ আসরের সময় সূচি। দল ৮টি হচ্ছে– বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, আরব-আমিরাত ও ওমান।
অংশগ্রহণকারী দলগুলোকে দুটি দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে ‘গ্রুপ-এ’ অন্যটি হচ্ছে ‘গ্রুপ-বি’। এ গ্রুপ দুটির মধ্যে সমান চারটি করে দল রয়েছে। ‘গ্রুপ-এ’ তে রয়েছে– শ্রীলঙ্কা, আফগানিস্তাম, পাকিস্তান ও ওমান। ‘গ্রুপ-বি’ তে রয়েছে– বাংলাদেশ, ভারত, হংকং ও আরব-আমিরাত।
এ আসরের দিন-তারিখসমুহঃ
★ গ্রুপপর্বের ম্যাচ;
প্রথম দিনই (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে
গ্রুপপর্বের ৪টি ম্যাচঃ-
বাংলাদেশ-হংকং (বিকেএসপির ৪ নম্বর মাঠ)।
ভারত-আরব আমিরাত (বিকেএসপির ৩ নম্বর মাঠ)।
শ্রীলঙ্কা-ওমান ( ককক্সবাজার একাডেমি মাঠ)।
পাকিস্তান-আফগানিস্তান (কক্সবাজার)।
একদিনের বিরতি দিয়ে ১৬ নভেম্বর
আবারো ৪টি ম্যাচঃ-
বাংলাদেশ-ভারত (বিকেএসপির ৩ নম্বর মাঠ)।
পাকিস্তান-শ্রীলঙ্কা (কক্সবাজার)।
ওমান-আফগানিস্তান (কক্সবাজার একাডেমি মাঠ)।
আরব আমিরাত- হংকং (বিকেএসপির ৪ নম্বর মাঠ)।
আবারো একদিনের বিরতিতে ১৮ নভেম্বর মাঠে
গড়াবে ৪টি ম্যাচঃ-
বাংলাদেশ-আরব আমিরাত (বিকেএসপির ৩ নম্বর)।
পাকিস্তান-ওমান (কক্সবাজার)।
ভারত-হংকং (বিকেএসপির ৪ নম্বর মাঠ)।
শ্রীলঙ্কা-আফগানিস্তান (কক্সবাজার এএকাডেমি মাঠ)।
★ সেমিফাইনাল;
২০ ও ২১ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ।
★ ফাইনাল;
২৩ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে, এ আসরের সমাপ্তি ঘটবে।
উল্লেখ্য, ২০১৭ সালের পর এক বছরের বিরতিতে আবারো ইমার্জিং দলের এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে।