নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ১৪ নভেম্বর(বৃহস্পতিবার) থেকে মাঠে গড়াবে ইমার্জিং এশিয়া কাপ। বাংলাদেশে অনুষ্ঠিত হবে ইমার্জিং এশিয়া কাপের এবারের আসর। এই আসরে নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
নাজমুল হাসান শান্তর নেতৃত্বধীন ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত, সংযুক্ত আরব আমিরাত ও হংকং। তবে টুর্নামেন্ট থেকে হঠাৎ করে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত এই আসরে কেনো খেলবে না তা এখনো জানা যায়নি। সংযুক্ত আরব আমিরাতের পরিবর্তে ‘বি’ গ্রুপে বাংলাদেশের বিপক্ষে খেলবে নেপাল।
অন্যদিকে ইমার্জিং এশিয়া কাপে ‘এ’ গ্রুপে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান। আগামী ১৪ নভেম্বর উদ্বোধনী ম্যাভে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৬ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১৮ নভেম্বর নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। উল্লেখ্য টুর্নামেন্ট ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে ২৩ নভেম্বর।
বাংলাদেশ ইমার্জিং দল :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাইম শেখ, ইয়াসির আলী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদিন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, সৌম্য সরকার, তানভীর ইসলাম, মাহমুদ হাসান, মেহেদী হাসান রানা, সুমন খান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, আবু হায়দার রনি, মাহাদি হাসান।