নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
লেখকঃ মারুফ ইসলাম ইফতি কন্ডিশনিং ক্যাম্পের অনুশীলনে ক্যাচিং প্রেকটিসের সময় ডান হাতের আঙুলে চোট পান মেহেদী হাসান মিরাজ।শুরুর দিকে প্রথম টেস্টে তাকে একাদশে পাওয়া নিয়ে সংশয় দেখা দিলেও এখন বর্তমান চোটের অবস্থা আগে থেকে অনেকটা ভাল। তাই আগামী ৫ই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকে নিজের খেলার সম্ভাবনা জানালেন মিরাজ নিজেই।
গতকাল একটি জন্মদিনের পার্টিতে এসে নিউজ ক্রিকেট টুয়েন্টিফোরের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মিরাজ জানানঃ আঙুলের অবস্থা আগে থেকে আলাহামদুলিল্লাহ অনেক ভাল।আশা করি ২-১ দিনের মধ্যে মাঠে ফিরতে পারবো পুরোপুরি। ইনশাআল্লাহ সব কিছু ঠিক থাকলে শতভাগ ফিট থেকেই প্রথম টেস্ট খেলতে পারবো।
উল্লেখ্য কন্ডিশনিং ক্যাম্পের অনুশীলনে ক্যাচ নেওয়ার সময় আঙুলে চোট পান মিরাজ।
.