ইনজুরিতে বিশ্বকাপ শেষ স্টেইনের

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে বল হাতে মাঠে নামতে পারেননি অভিজ্ঞ গতি তারকা ডেল স্টেইন। শুধু তাই নয় বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও একাদশের বাইরে ছিলেন তিনি।

আইপিএলে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে খেলার সময় ইনজুরি বাধিয়েছেন স্টেইন। সেই ইনজুরি থেকে সেরে উঠবেন স্টেইন এম্ন আশায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের টিম ম্যানেজমেন্ত দলে রেখেছিল তাকে। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি।

আজ আনুষ্ঠানিকভাবে জানা গেল পুরো বিশ্বকাপের আসর থেকেই ছিটকে গেছেন ডেল স্টেইন। তার বদলে স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছে আরেক পেসার ব্যুরান হেন্ড্রিকসকে।

বিশ্বকাপে নিজেদের শুরুর দুই ম্যাচ হেরে এমনিতেই ব্যাক ফুটে আছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে এমন খবর আসায় কিছুটা বেকায়দায়ই পড়েছে প্রোটিয়ারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »