ক্রীড়া প্রতিবেদক »
ইনজুরির কারণে এশিয়া কাপ শেষ হয়ে গেছে পেসার এবাদত হোসেনের। এশিয়া কাপ খেলা নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। মঙ্গলবার (২২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বিসিবি জানিয়ে দিয়েছে এমিয়া কাপে খেলা হচ্ছে না এবাদতের।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এবাদতের চোট নিয়ে বলেছেন, ‘চোটের পর এবাদত ছয় সপ্তাহ পুনর্বাসনে ছিল। এ সময় বেশ কয়েকবার এমআরআই করানো হয় এবং সেসব রিপোর্ট বলছে, এসিএল চোট নিয়ে এখনো দুশ্চিন্তার জায়গা আছে। আর তাই তার এশিয়া কাপে খেলা হচ্ছে না।’
এবাদতকে নিয়ে কোনো ধরনেরে ঝুঁকি নিতে চায় না বিসিবি। প্রধান চিকিৎসক বলেন, ‘অক্টোবরে আইসিসি বিশ্বকাপ বাংলাদেশ দলের জন্য পরবর্তী বড় টুর্নামেন্ট। তার আগে এবাদতকে পূর্ণ ফিটনেস ও খেলায় ফেরাতে বিসিবি চিকিৎসার সব রকম নিরাপদ ব্যবস্থা গ্রহণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। চিকিৎসা ও পরামর্শের জন্য দেশের বাইরে যাওয়ার ব্যাপারটিও এর আওতাভুক্ত।’
এবাদতের জায়গায় এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তরুণ ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব। সদ্য ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফরম্যান্সে পুরস্কার পেয়েছেন সাকিব। ৩ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৭ ম্যাচে ২৯ গড়ে নিয়েছেন ৫৭ উইকেট।
আরএ/নিউজক্রিকেট২৪