ইতিহাস গড়লো বাংলাদেশ

দুর্জয় দাশ গুপ্ত »

এর আগে এমন কোন রেকর্ড নেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। ক্রিকেটের তিন ফরম্যাটেই কোন দলকে হোয়াইটওয়াশ করতে পারে নি বাংলাদেশ। তবে এমন অধরা রেকর্ড এবার হয়ে গেল টিম টাইগার্সের। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সবকটা ম্যাচই জিতেছে বাংলাদেশ। আর এতেই হয়েছে দেশের ক্রিকেটে এমন ইতিহাস।

মিরপুরের হোম অব ক্রিকেটে আজ সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হয় বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টস জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়কের এমন সিদ্ধান্তে যে ভুল নেই এমনটা প্রমাণ করেন বাংলাদেশি বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে হিমশিম খেতে হয়েছে সফরকারীদের। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১১৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

১২০ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন দুই ওপেনার লিটন ও নাঈম। তবে নাঈম ফিফটি তুলে নিতে ব্যর্থ হলেও লিটন সুযোগ হাতছাড়া করেন নি। সৌম্যকে নিয়ে বাকি আনুষ্ঠানিকতা পূরণ করার পাশাপাশি তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থ ফিফটি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »