নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঐতিহাসিক ইডেন টেস্ট খেলা হচ্ছে না তরুণ ওপেনার সাইফ হাসানের। ইনজুরি পুরোপুরি না সারায় শুক্রবার থেকে শুরু হতে যাওয়া টেস্ট খেলা হচ্ছে না এই ওপেনারের।
ইন্দোর টেস্টে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেন নি দুই ওপেনার সাদমান ইসলাম ও ইমরুলকে কায়েস। মূলত তাদের ব্যর্থতায় ইডেন টেস্টে সাইফের অভিষেক হচ্ছে এমনটা প্রায় নিশ্চিত ছিলো৷ তবে ফিল্ডিং করতে গিয়ে চোট পাওয়া সাইফ শেষ মুহূর্তে ছিটকে গেছেন৷ ম্যাচ খেলার মত ফিটনেস না থাকায় শেষ পর্যন্ত খেলা হচ্ছে না তার৷
উল্লেখ্য, আগামী শুক্রবার অর্থাৎ ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে দিবারাত্রির টেস্ট ম্যাচ। প্রথমবারের মত গোলাপি বলে খেলতে নামছে স্বাগতিক ভারত ও বাংলাদেশ।
২১ বছর বয়সী সাইফ ঘরোয়া ক্রিকেট ও বয়সভিত্তিক ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। কিন্তু জাতীয় দলে খেলা হয়নি তার৷ এবারই প্রথম সুযোগ এসেছিলো জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর কিন্তু ইনজুরির কারণে সেটা আর সম্ভব হচ্ছে না।