কে এম আবু হুরায়রা »
পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের টি২০ খেলে ক’দিন আগেই দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। তোরজোর চলছে টেস্ট সিরিজের। বিসিএলের প্রথম রাউন্ড খেলেই আগামী ৪’ই ফেব্রুয়ারী পাকিস্তানে যাবেন ক্রিকেটাররা। এর আগে রবিবার (২’রা ফেব্রুয়ারী) আনুষ্ঠানিক দল ঘোষণা করবে বাংলাদেশ।
এদিকে দল গঠন নিয়ে চিন্তায় পরতে হয়েছে নির্বাচকদের। বিদেশের মাটিতে নাকানিচুবানি খাওয়া বাংলাদেশের জন্য স্বাভাবিক ঘটনা৷ তবে তার উপর এবারের সিরিজে স্বাভাবিক ভাবেই পাচ্ছেনা সাকিব-মুশফিককে। দলে চোটের শিকার অনেকেই। চোটের কারনে টেস্ট স্পেশালিস্ট ওপেনার সাদমান ইসলাম এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের যাওয়া হচ্ছেনা পাকিস্তান। বিষয়টি গতকাল (৩১’শে জানুয়ারী) নিশ্চিত করেছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
নান্নু বলেন, ‘সাদমানের ইঞ্জুরিটা একটু বেশি হয়ে গেছে। তার উপর মিরাজের ইঞ্জুরি৷ এই দুটো ইঞ্জুরি ছিটকে দেবার মতই। তবে যাদের নিচ্ছি তারা যোগ্য। ইনশাআল্লাহ তারা টেস্টে ভালো করবে।’
ফর্মহীনতায় বেশ কিছুদিন ধরেই ভুগছেন মোস্তাফিজুর রহমান। এবার নির্বাচকরা ভাবছেন মোস্তাফিজকে নিয়ে। ফর্মহীনতার কারনে বাদ পরতে পারেন মোস্তাফিজ৷ তার যায়গায় দলে আসতে পারেন অভিজ্ঞ পেসার রুবেল হোসাইন।
ক্যারিয়ারে ১৩টি টেস্ট খেলে ৩৫.২ গড়ে ৩.২ ইকোনমিকতে মাত্র ২৮টি উইকেট সংগ্রহ করেছেন মোস্তাফিজ। বিভিন্ন সূত্র মতে মুলত সাম্প্রতিক ফর্মহীনতায় একটা বিরতি দিয়ে ফর্মে থাকা রুবেলের অভিজ্ঞকে কাজে লাগাতে চান নির্বাচকরা৷