ইঞ্জুরিতে দ্বিতীয় টেস্টেও নেই বাবর

নিউজ ডেস্ক »

ইঞ্জুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টও খেলতে পারবেন না পাকিস্তান দলের নিয়মিত অধিনায়ক বাবর আজম। আগামী রবিবার (৩রা জানুয়ারি) হেগলি ওভালে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টের একাদশের নেতৃত্বে থাকছেন মোহাম্মদ রিজওয়ান।

গতকাল (শুক্রবার) পুরো দমে অনুশীলন করলেও হাতের বৃদ্ধাঙ্গুলিতে এখনো ব্যাথা অনুভব করায় ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট।

টম ফিজিও ড. সোহেল সেলিম বলেন, “আমরা বাবরের ইঞ্জুরির উন্নতি দেখেছি, তবে সেটা সম্পূর্ণ ঠিক হয়নি এখনো। সে আমাদের অধিনায়ক এবং দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাই তাকে নিয়ে আমরা ঝুঁকি নিতে চাই না।”

‘আমাদের মেডিকেল টিম তার ইঞ্জুরির ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছে। আমরা আশাবাদী তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে পারবেন।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টি সহ দু’টি টেস্ট ম্যাচ দলের বাইরে থাকছেন বাবর। প্রথম টেস্টের আগে নেটে অনুশীলনের সময় হাতে আঘাত পেয়ে ছিটকে যান তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »