https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে নিজদের প্রথম দুই ম্যাচ শেষে আজ (সোমবার) ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বিকাল ৩:৩০ মিনিটে কার্ডিফে মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছিল রান পাহাড় গড়ে। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে এনেছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানরা খুব বেশি সুবিধা করতে না পারলেও স্বল্প পুঁজি নিয়ে বোলাররা দেখিয়েছেন নিজেদের শ্রেষ্ঠত্ব।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হেরে যাওয়াতে একাদশে একটি পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু সেটা আর হচ্ছে না। গুলশানে নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে পাপন জানান, ‘ইংল্যান্ডের বিপক্ষে পরিবর্তন আনবে বলে মনে হয় না আমার। একটা ম্যাচ হেরেই যদি দলে পরিবর্তন আনা হয় তাহলে দলের মধ্যে ভুল বার্তা চলে যাবে।’
‘আমাদের সামনে দুইটা বিকল্প রয়েছে। পেস বোলিংয়ে আমাদের দুর্বলতা আছে। বিশ্বকাপে কিন্তু পেস বোলিংই বেশি ইফেক্টিভ হচ্ছে। দূর্বলতা দূর করতে হলে দুইতা কাজ করতে হবে। এক- আমরা স্পিনটাকে আরও বাড়াতে পারি। দুই- একজন বাড়তি ব্যাটসম্যান নিয়ে খেলতে পারি। কিংবা একজন অলরাউন্ডার যে স্পিন বল করতে পারে এমন। অনেকগুলো খেলা তাই এগুলো নিয়ে আলাপ করতে হবে।’- বলেন পাপন