https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি বিশ্বকাপ ২০১৯ এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ইংলিশরা জয় পেয়েছে ১০৪ রানের।
৩১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা খুব বেশি সুবিধা করতে পারেননি। ৮ বলে ৫ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে প্রথমে প্যাভিলিয়নে যান হাশিম আমলা। এরপর কেবলই ছন্দপতন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে। দলীয় ৩৬ রানে মারক্রামকে ফিরিয়ে শুরু করেন আর্চার। ধারাবাহিক বিরতিতে উইকেট হারানোর ম্যাচে দক্ষীণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৬৮ রান আসে ওপেনার ডি ককের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ভেন ডার ডসেন। শেষের দিকে হাশিম আমলা আবার মাঠে নেমেও কেবল হারের ব্যবধানই কমিয়েছেন। মাত্র ৩৯.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ডু প্লেসিসের দল থামে ২০৭ রানে। ফলে হার বরণ করতে হয় ১০৪ রানের বড় ব্যবধানে।
ইংল্যান্ডের হয়ে বল হাতে আর্চার ৩টি, স্টোকস ২টি, প্লাঙ্কেট, ২টি, আদিল রশিদ ১টি এবং মঈন আলি নেন একটি করে উইকেট। পাশপাশি দুর্দান্ত ফিল্ডিং করে নিজেদের সেরা খেলাটাই উপহার দিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ১ রানে খালি হাতে ফিরেন ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। তবে এরপর জেসন রয় আর জো রুট মিলে গড়েন ১০৬ রানের জুটি। ৫৩ বলে ৫৪ রান করে ফেলোকায়োর বলে রয় ফিরে গেলে ৫১ রান করে পরের ওভারে ফিরেন রুটও। এদিকে অধিনায়ক ইয়ন মরগানের সাথে পরবর্তিতে কাঁধে কাধ মিলিয়ে রান তুলতে থাকেন অলরাউন্ডার বেন স্টোকস। মাত্র ১১ রানের জন্য এদিন সেঞ্চুরি মিস করেন স্টোকস। ৭৯ বলের মোকাবেলায় স্টোকস করেন ৮৯ রান। মরগানের ব্যাট থেকেও আসে ৫৭ রান। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩১১ রানের পুঁজি পায় ইংলিশরা।
বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গী এনগিডি ৩টি, কাগিসো রাবাদা ২টি, ইমরান তাহির ২টি এবং ফেলোকায়ো নেন ১টি করে উইকেট।
ম্যাচ সেরা হয়েছেন বেন স্টোকস।