নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নটিংহ্যামে সিরিজের চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারিয়ে ২-২ সমতায় সিরিজ শেষ করেছে নিউজিল্যান্ড। ইংলিশদের ৬ উইকেটে হারিয়েছে কিউইরা।
টেন্ট ব্রিজে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ঝড়ো গতির ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে আসে ৬৫ রান। ১৬ রান করে আউট হর উইল জ্যাক। বেয়ারস্টোর ফিফটি তুলে নেন। ৪১ বলে ৭৩ রান করে দলীয় ১০৫ রান ফিরে যান বেয়ারস্টো। এরপরই হয় ছন্দপতন। কিউইদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে ১৭৫ রান করে ইংল্যান্ড। কিউই বোলার মিচেল স্যান্টনার ৩টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে খুব বেশি সমস্যা পড়তে হয়নি কিউইদের। ১৭ দশমিক ২ ওভারে ৪ উইকেটে ১৭৯ রান তুলে জয় নিশ্চিত করে কিউইরা। টিম শেইফার্ট ৩২ বলে ৪৮, গ্লেন ফিলিপস ২৫ বলে ৪২ ও মার্ক চ্যাপম্যান অপরাজিত ২৫ বলে ৪০ রান করেন।
আরএ/নিউজক্রিকেট২৪