নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বক্রিকেটে এখন সব দলই তাদের হোম কন্ডিশনের সুবিধা পুঙ্খানুপুঙ্খভাবে ভোগ করে, স্বাগতিক হওয়ায় প্রতিপক্ষ দলকে একটুও ছাড় দেয় না দলগুলো। তবে অ্যান্ডারসনের দাবি, অন্যান্য দলগুলোর মতো হোম কন্ডিশনের সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারছে না ইংল্যান্ড। আর তাই তিনি মনে করেন, নিজেদের মাটিতে ইংল্যান্ডকে আরো স্বার্থপর হতে হবে। চলতি অ্যাশেজে ৫ ম্যাচ সিরিজে এখন পর্যন্ত ২-১ এ এগিয়ে আছে অস্ট্রেলিয়া। খেলা ইংল্যান্ডের মাটিতে হলেও, উইকেট থেকে অজিরাই সুবিধা বেশি পাচ্ছে বলে মনে করেন অ্যান্ডারসন। তার মতে এটা সঠিক না। অ্যান্ডারসনের ভাষ্যমতে, “আমার মনে হয় আমাদের চেয়ে অস্ট্রেলিয়া চলতি অ্যাশেজের উইকেটগুলো থেকে বেশি সুবিধা পাচ্ছে। তাদের খেলার ধরণ দেখলে বুঝা যায়, আমাদের উইকেটে তারাই মানানসই। আমরা অস্ট্রেলিয়া গেলে, সেখানকার উইকেট অজিদের সুবিধা অনুযায়ীই বানানো হয়। তবে অস্ট্রেলিয়া যখন আমাদের এখনে আসে অর্থাৎ ইংল্যান্ডে আসে, এখানকার উইকেটগুলোতে খেলতে আমাদের চাইতে যেনো তারাই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।” গত বছর (২০১৮) নিজেদের মাটিতে ভারতকে ৪-১ ব্যবধানে হারিয়েছিলো ইংল্যান্ড। এ প্রসঙ্গ টেনে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী (টেস্ট) এ বোলার জানান, “গত বছরের ভারত সিরিজের জন্য বানানো উইকেটগুলো আমাদের সুবিধা অনুযায়ী বানানো হয়েছিলো। যদিও সবুজ উইকেট ছিলো না, তবে আমার মনে হয় ভারতের চেয়ে আমরাই উইকেটগুলোতে বেশি ফায়দা নিতে পেরেছি।” গত বছর ভারত সিরিজের কথা বাদ দিলে, আমার মনে হয় না অন্য কোনো সিরিজে স্বাগতিক হওয়ায় সুবিধা আমরা পুরোপুরি ভোগ করতে পেরেছি। যেখানে বিশ্ব ক্রিকেটে অন্যান্য দলগুলো তাদের হোম কন্ডিশন হওয়ার সুবিধা কাজে লাগিয়ে জয় পেতে মরিয়া থাকে। অ্যান্ডারসনের ভাষ্যে, “আপনি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বা উপমহাদেশের কোনো দেশে খেলতে গেলে দেখতে পারবেন, তারা তাদের সুবিধা মতো উইকেট তৈরি করছে। আর সব দলই যখন নিজেদের হোম কন্ডিশনের ফায়দা নিচ্ছে, আমাদেএ নিতে দোষ কি! তাই আমার মনে হয়, দলের স্বার্থে ইংল্যান্ডকেও একটু পক্ষপাতিত্ব করতে হবে। নিজেদের কন্ডিশনে, নিজেদের মতো করে উইকেট বানানো উচিত ইংল্যান্ডের।”