নিউজ ডেস্ক »
অনেক জল্পনা কল্পনার পরে করোনাভাইরাসের বাধা পেরিয়ে আগামী ৮ জুলাই ইংল্যান্ড-উইন্ডিস টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরছে। সে সিরিজের জন্য ১৪ জনের মূল দলের সাথে আরো ১১ জন অতিরিক্ত খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে উইন্ডিস ক্রিকেট বোর্ড। মূল দলে সুযোগ না পেলেও বাকি ১১ জনের মধ্যে আছেন ফাস্ট বোলার ওশেন থমাস। মূল দলে না থাকলেও ইংল্যান্ড সিরিজে হলেও হতে পারে থমাসের অভিষেক। তিনিও খেলতে চান ক্রিকেটের আভিজাত্যপূর্ণ ফরম্যাটে।
টেষ্ট ক্রিকেট খেলার ইচ্ছে আছে জানিয়ে থমাস বলেন, ‘অবশ্যই আমি টেষ্ট ক্রিকেট খেলতে চাই। আমি তিন ফরম্যাটেই ভালো করতে চাই।’
দেশের হয়ে ইতিমধ্যে তিনি ২০টি ওয়ানডে আর ১২টি টি-ট০য়েন্টি খেলেছেন থমাস। টেষ্ট ক্রিকেট সব থেকে সম্মানের জানিয়ে তিনি আরো বলেন, ‘টেষ্ট ক্রিকেটই ক্রিকেটের চূড়ান্ত। এই ফরম্যাটটি খেলার জন্য সবাই মুখিয়ে থাকে। আপনি যদি সেরাদের কাতারে যেতে চান তাহলে আপনার টেষ্ট ক্রিকেট খেলতে হবে। আপনি সাধারণ হয়েই থাকতে চাইবেন না।’
‘গত বছর আমি টেষ্ট ক্রিকেটে ডাক পেয়েছিলাম। সে সময় আমি কোনো ম্যাচ খেলতে পারিনি। কিন্তু আমি এইবার টেষ্ট ক্রিকেট খেলতে চাই। আমি আশা করি এবার আমার অভিষেক হবে’ — সাথে যোগ করেন থমাস।
উল্লেখ্য, এই মাসের ৮ তারিখ ইংল্যান্ডের উদ্দেশ্যে বিশেষ বিমানে রওনা দিচ্ছে উইন্ডিজ ক্রিকেট দল। এর পর ১৪ দিন কোয়ারান্টাইনে থেকে অনুশীলন শুরু করবে তারা। প্রত্যেক খেলোয়াড়কে প্রথমে করোনা টেষ্ট দিতে হবে। খেলা হবে দর্শক শূন্য মাঠে।
নিউজক্রিকেট/রীম।