নিউজ ডেস্ক »
করোনা ভাইরাস মহামারীর এই সময়ে সারা বিশ্ব জুড়ে নেমে এসেছে অন্ধকার। ফুটবলে বুন্দেসলীগার পর গতকাল কোপা ইতালিয়াও মাঠে গড়িয়েছে অথচ স্বীকৃত ক্রিকেট মাঠে গড়ায়নি এখনও। তবে এরই মধ্যে মাঠের ক্রিকেটকে ফেরাতে ইংল্যান্ডের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ডে পৌছেছে ওয়েস্ট ইন্ডিজ দল। ৩ ম্যাচের এই টেস্ট সিরিজটি অন্য ১০টি সাধারণ সিরিজের মত নয়। এই সিরিজেই করোনা পরবর্তী ক্রিকেট নিয়ে একটি বার্তা পৌঁছাবে বলে দাবী ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের। এছাড়াও সিরিজটি নিয়ে বেশ আত্মবিশ্বাসীও এই ক্রিকেটার।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দল ইংল্যান্ডে অবস্থান করছেন। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করে প্রাকটিসে নামবে দল। সবকিছু ঠিক থাকলে আগামী ৮’ই জুলাই সাউদাম্পটনে শুরু হবে টেস্ট সিরিজ। এসময় এই সিরিজ নিয়ে বেশ আশাবাদী অধিনায়ক জেমন হোল্ডার। ইএসপিএন ক্রিকইনফোকে হোল্ডার বলেন, ‘ওয়েস্ট ইন্ডিয়ানরা বিভিন্ন ভাবে অনুপ্রেরণা অর্জন করে। পূর্ববর্তী সিরিজে, বিশেষত ইংল্যান্ডের বিপক্ষে, সিরিজ শুরুর আগে লোকেরা কিছু বলেছিল, এবং এটি ওয়েস্ট ইন্ডিয়ান হিসাবে আমাদেরকে অনেক উজ্জীবিত করেছে। কে জানে, এটি ভালো কিছু হতে পারে যা আমরা গড়ে তুলতে পারি এবং কিছু বাস্তব ইতিবাচক শক্তি পেতে পারি।’
তিনি আরও বলেন, ‘আমরা যখন বসে আলোচনা করব এবং সবার মন কোথায় রয়েছে সে সম্পর্কে একটি সাধারণ ধারণা অর্জন করবো তার পরে আমরা আমাদের পরিকল্পনা প্রণয়ন করবো।’
তবে এই সিরিজটি অন্য সিরিজগুলোর থেকে কিছুটা আলাদা বলেই মনে করেন তিনি। করোনা পরবর্তী প্রথম সিরিজ এটি। এসময় অনেক কিছুই নতুন। হোল্ডার বলেন, ‘ইংল্যান্ডে এটি এখনকার সাধারণ দ্বিপক্ষীয় সিরিজ হতে চলেছে না। তবে দিনের শেষে এখানেই আমরা বিশ্ব ক্রিকেটের সাথে আছি।’
উল্লেখ্য, আগামী ৮’ই জুলাই সাউদাম্পটনে প্রথম টেস্ট এবং ম্যানচেস্টারে ১৬ এবং ২৪’শে জুলাই দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট খেলবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।