https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
এবারের বিশ্বকাপে প্রথম অঘটনের শিকার হয়েছে হট ফেভারিট ইংল্যান্ড। লঙ্কানদের দেয়া ২৩৩ রানের লক্ষ্য টপকাতে গিয়ে ২১২ রানে অলআউট হয়েছে ইংলিশরা। পুরো আসর জুড়েই দুর্দান্ত ফর্মে থাকা দলটির ব্যাটিং অরররডারে ধর নামিয়ে দিয়েছেন লাসিথ মালিঙ্গা ও ধনঞ্জয়া ডি সিলভা।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মত ভেঙে পড়া ব্যাটিং অর্ডার নিয়ে এবার সমালোচনা করলেন মাইকেল ভন। সাবেক এই ইংলিশ ক্রিকেটার লঙ্কানদের বিপক্ষে ইংল্যান্ডের এমন পারফরম্যান্সে ক্রিকেটারদের স্কুলের বাচ্চাদের সাথে তুলনা করেছেন!
ভন তার সত্যায়িত টুইটারে একটি টুইট করে সেখানে লেখেন, ‘স্কুলের বাচ্চাদের কাছেও এমনটা প্রত্যাশা করা যায় না।’
You wouldn’t even expect this from Schoolboys …. #CWC19
— Michael Vaughan (@MichaelVaughan) June 21, 2019
স্বদেশী ক্রিকেটারদের সমালোচনা করার পাশাপাশি লঙ্কানদেরকেও অভিনন্দন জানান ভন। আরও একটি টুইটের মাধ্যমে তিনি শ্রীলঙ্কাকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘ভালো খেলেছে শ্রীলঙ্কা। অসাধারণ উদ্যোমী ছিল খেলা দেখা গেল আজকে। লাসিথ মালিঙ্গাকে সম্মান। দারুণ খেলেছে সে।’
Well Done Sri Lanka … Fantastic spirit showed today … Lasith Malinga take a bow … Magnificent display … !! #CWC19
— Michael Vaughan (@MichaelVaughan) June 21, 2019