নিউজ ডেস্ক »
আগামী জুলাই মাসেই ক্রিকেট ফিরছে মাঠে। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে পুনরায় ক্রিকেট মাঠে ফিরতে যাচ্ছে। মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩টি টেস্ট খেলতেই জুলাইয়ে ইংল্যান্ড সফরে যাবে জেসন হোল্ডারের দল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন টেস্টের সময় সূচি নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। আরো জানা যায়, ইংল্যান্ড সরকারের সবুজ সংকেত মিললেই মাঠে নামবে দুই দল।
আগামী ৮ জুলাই মাঠে গড়াতে যাচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টটি। আর প্রথম টেস্টের ভেন্যু সাউদাম্পটন। সিরিজের বাকি দুই টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ওল্ড ট্রাফোর্ডে যথাক্রমে ১৬ এবং ২৪ জুলাই। তবে দর্শকশূন্য স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে সিরিজ।
এদিকে ৮ জুলাই প্রথম টেস্ট হলেও সিরিজ শুরু হওয়ার এক মাস আগে ইংল্যান্ড যাবে ওয়েস্ট ইন্ডিজ দল। করোনার ঝুঁকি এড়াতেই আগামী ৯ জুন বিশেষ বিমান যোগে ইংল্যান্ড সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। আর প্রথম টেস্টের আগে প্রায় ৩ সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে হোল্ডারের দলকে। কোয়ারেন্টিনের সময়টাতে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম ব্যবহার করবে ক্যারিবীয়রা। এরপরই প্রথম টেস্টের আগে সাউদাম্পটন পৌঁছাবে সফরকারীরা।
এই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা আইসিসির নিয়ম মেনে অনুশীলন শুরু করেছে।
নিউজক্রিকেট/দুর্জয়